রত্নবিদ্যা সম্পর্কে হাদীস

হাদীস শরীফে বর্ণিত হইয়াছে, যে ব্যাক্তি জমরূদ পাথরের কিংবা আকীক পাথরের আংটি পরিবে অথবা সঙ্গে রাখিবে, সে কখনও দরিদ্র হইবেনা ও সর্বদা প্রফুল্ল মনে কাল যাপন করিবে।

হযরত সালমান ফারসী(রাঃ) হইতে হযরত রসূল(সাঃ) এর এইরূপ ১০টি হাদীস বর্ণিত হইয়াছে, যদ্বারা মানুষ ধনী ও সৌভাগ্যশালী হইতে পারে। তন্মধ্যে প্রথম দুইটি- (১) মাতা-পিতার সহিত সদ্ব্যবহার করা। (২) আকীক পাথরের আংটি আঙ্গুলে পরিধান করা।

হাদীস সূত্রঃ- নেয়ামূল কোরআন-৫৩ পৃষ্ঠা, দ্বাবিংশ সংস্করণ, রহমানিয়া লাইব্রেরী, ঢাকা।